৩০/০৮/২০২০ ইং , সময় – সকাল – ১০ -০০ টা ।


আশুরার আদর্শ  ও শিক্ষা । ।


কারবালার প্রান্তরে শহীদ হন
রসূল (সঃ ) এর প্রাণ প্রিয় দৌহিত্র ইমাম  হোসেন ( রাঃ )    
শহীদ হয়েছেন গণতন্ত্র রক্ষার প্রয়োজনে
রাজতন্ত্র  ও স্বৈরাচারে র বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে  
ইয়াজিদের একনায়ক তন্ত্রের প্রতিবাদে না লড়লে
পরিবার পরিজন সহ থাকতেন  মহাসুখে
আর  তার স্বৈর চারিতার বিপক্ষে ক্ষুদ্র শক্তি  নিয়ে যুদ্ধ  করে
শিশু , পরিবারের সদস্য ও সহচর সমেত ৭২ জন শহীদ হন ।


অন্যায়ের কাছে মাথা নত
নয়তো  সপরিবারে  প্রাণ বিসর্জন
ইমাম হোসেন ( রাঃ) প্রাণ কুরবানী দেয়াকে  নিলেন বেছে
গণতন্ত্র  ও ন্যায়ের ঝাণ্ডা  উড়াতে হলেন শহীদ
এটা তামাম পৃথিবীর জন্য একটা শিক্ষা
জান দিয়ে হলেও সত্য ও ন্যায়ের পথে নিতে দীক্ষা  ।


এ দিন টি মুসলিম উম্মাহর জন্য চিরকাল সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দিন
ত্যাগের মহিমায় পাওয়া এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্তের ঋণ
ইতিহাসের পাতায় জুলুম , অবিচারের বিরুদ্ধে  রুকে দাঁড়ানো র  দীক্ষা
অসত্য ও অন্যায়ের প্রতিরোধে মানব জীবনের তরে চিরন্তন শিক্ষা ।
কিছু আনুষঠানিকতা ও মর্সিয়াতেই নহে দায়িত্ব শেষ
ধরাতে সত্য , ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রামে লড়তে হবে নিরবশেষ । ।


শরীফ নবাব  হোসেন ।