২৯/১২/২০১৯, সকাল -১০-২০ মিনিট


চাটুকার


চা – চাটে পা মনিবের রাতদিন
লোভ-লালসা তার অন্তহীন
গড়ে অর্থ-সম্পদের পাহাড়
মনুষ্যত্বের নাই দরকার


টু – টুই- টুম্বুর কুবুদ্ধিতে
চলে না সে সুবুদ্ধিতে
লেগে থাকে লাছার মতো প্রভুরই বৃত্তে
সময় কাটায় শেয়ালের ন্যায় নৃত্যে


কা – কাটে জীবন চামচানিতে
স্বকীয়তা বলতে থাকে না কিছু
চলে উনার পিছু পিছু
করে স্বার্থসিদ্ধি  সব কিছু


র – রংগ রসে জীবন কাটায়
হয় সে বসের হাতের নাটায়
একদিন ঐ সু্তা কেটে যায়
আকাশ থেকে মাটিতে লু্টায় !


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট ।