তারিখ – ১৭- ০৮- ২০২০ ইং ।


শরীফ নবাব  হোসেন  ।


  চবি র লোক প্রশাসন , ব্যাচ ১৮ তম । ।


চবি র লোক প্রশাসন
প্রয়াশে নিরন্তর সুশাসন
লোক প্রশাসনের শিক্ষার্থীদের  ধর্ম
সমাজের জন্য করে যাবে অনুপম কর্ম  ।
তাদের মধ্যে সোনালী ব্যাচ  ১৮ তম
গুণে , মানে , অনুসরণীয় অবদানে অনন্য ।
তারা সবাই বন্ধু সজ্জন
গাছে  গাছে পাখির কূজন ।


ছিল দূ্রন্ত , দামাল , মেধাবী সব শিক্ষার্থী
দেশের  অগ্র গতিতে রাখছে অশেষ কীর্তি  ।
স্ব ভাবে  তারা গণ-মানুষের সাহায্য কারী
কাজে-কর্মে  , দীক্ষায় , ত্যাগ ও মর্মে  গুণ  বিচারী ।
আছে লোকদের  দেশ সেবার মন-মানসিকতা
জনগণের কল্যাণে জীবন অনন্ত নিবেদিতা ।  
দেশ-বিদেশে এ ব্যাচ কর্ম  চঞ্চল , কর্মে  উজ্জ্বল
চলার পথে শক্তি  ও সাহস যুগিয়ে বাড়াচ্ছে  মনোবল  ।


ব্যাচ  ১৮ তম , লোক  প্রশাসনের লোক-জন
দেশ , সমাজ ও মানুষের প্রতি আন্তরিক ,
আলোকিত  সমাজ গঠনে দীপ্ত  শপথে
থাকবো মোরা অগ্রণী , সতত ঐকান্তিক ।
আমাদের ভালোবাসায় থাকবে আত্মার চির বন্ধন
ব্যাচের সকল  সদস্যদের প্রতি আন্তরিক অভিনন্দন  ।
সবাই মিলে আমরা সুস্থ , সুশোভন ও নিরাপদ জীবন গড়ি
সৃষ্টিকর্তার  কৃপায় স্বর্গীয়  শান্তি-সুখের আবাসে ভরি  । ।


শরীফ নবাব  হোসেন ।