২২/০৩/২০২০, সময় – ৪-১৫ মিনিট

ছড়া

লাউ  আর  কদু  (আঞ্চলিক ভাষা মিশ্রিত )

যে লাউ
সে কদু
পছন্দ করে
বাংলার বধূ ।
ইছা মাছ দি
রাঁধি কদু
সে কদু
অতি মধু ।

যদি পায়
আশিক যদু
সাবাড় করে
স্বাদের কদু ।
যত পাই
তত খাই
কদুর মজা
কিসে পাই !

লাউয়ের ডুগডুগি
বাজাতে পারে
কুজো বুড়ি
না বাজালে বুড়ি
আনন্দের হবে
ভীষণ  ভরাডুবি ।

লাউ খাব
লাউ দিয়ে
মোরববা বানাব
কদু কিনে
হেলে দুলে  
বাড়ি যাব ।


কদুর লতাও খাই
পাতাও খাই
ঝুলও খাই
নাস্তাও খাই
এমন স্বাদের লাউ
দুনিয়ায় আর
কোথায় পাই
যেমনটি আছে
আমাদের এ বাংলায়  ! !

শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট, চট্টগ্রাম ।