১০/০৪/২০২০, সময় – সকাল – ১০-২০ মিনিট


ছড়া


লকডাউন  এবং  আদমের  ক্ষমতা !


(১)


মানব  করছে
ক্ষমতার লড়াই
শক্তির বড়াই
সম্পদের দাপট
প্রযুক্তির চোপট
মারণাস্রের আগ্রাসন
মানবতার প্রহসন
গণতন্ত্রের বুলি
সমাজতন্ত্রের ঝুলি ।


সৈন্যসামন্তের নির্যাতন
কারণে অকারণে হরদম
ক্ষমতাধরের রাজ প্রহরা
মানুষ খুনের মহড়া
কালের বিবেক
নিপতিত হিমাগারে
দিকে দিকে
মানুষ মারে
অপশক্তির কাছে
আজ বিশ্ব  নত
নিরহ মানুষের মরণ
হয়েছে অনায়াসে যত !


(২)


এখন মানব  অসহায়
পাচ্ছে না কোন সহায়
শক্তির নেই বাহাদুরী
ক্ষমতার ঝাড়িজুরি
সম্পদের বাহার
মানুষের নেই আহার


সৈন্যদল নিরব সব
অস্ত্রের গুদাম অটো লক
ক্ষমতা ধরেরা নিশ্চুপ
ভয়ে কাঁপছে বুক
মুখে  নেই হাসি
আছে মরণ কাঁশি ।


(৩)


লাগছে না কারো
মানুষ খুনের প্রয়াশ
ঘরে ঘরে লাশ
এনে দিয়েছে ভাইরাস
দুনিয়ার আদম ভীত
কে করবে কার হীত !
সবাই এখন
স্বেচ্ছায় বন্দী
কাজে আসছে না
কোন রকম ফন্দী ।


আগ্রাসীরা করেছে
জানমাল নিয়ে কারচুপি
এখন ঘটেছে ধরায়
মানবজাতির ভরাডুবি
সৃষ্টিকর্তার  এমনই
এক হুকুমের চাওন
সারা পৃথিবীজুড়ে চলছে
নিরশর্ত  লকডাউন  !


(৪)


বসুন্ধরার এতকিছু ব্যাপকতা
অদৃশ্য হাতের ইশারায়
এখন শুধুই
সবকিছুরই  নিরব-নিস্তব্ধতা ?

শরীফ নবাব হোসেন ।