০৩/০৫/২০২০, সময় – সকাল – ১০- ৩০ মিনিট

হতে  পারতাম  পাখির  মতো   ! !


পাখি ডানা মেলে
উড়ে বেড়ায় মুক্ত  আকাশে
মেঘ আর পাখি ভাসে এক সাথে
তাদের সখ্যতা  দেখে নীলিমা হাসে ।


সারাদিন  অবাধে অবলীলায় উড়ে বেড়ায়
ঘুরে ঘুরে খাবার খায়
প্রকৃতির মাঝে আহারে-বিহারে  থাকে ব্যস্ত
নিজেকে রাখে সতত সুবিন্যস্ত ।


ছল-চাতুরী, ধোঁকাবাজি, বৈষম্যতা তার না-ই লাগে
করে না কোন সঞ্চয়, মজুতদারী
ব্যস্ততার আহা মরি
ভাবনা-চিন্তার  নেই লেশ, নেই কোন আগামী  দিনের ভয়
দ্বিধা-দ্বন্দ্ব নয়, প্রতিযোগী তাও নয়
বিধাতাই দিয়েছে ছেড়ে, তাঁকেই করে ভয় ।


স্বাধীনতাই, সততাই, মমতায়, অকপটতায়
সে বিশ্ব  করেছে জয়
তার মতো সুখী কে আছে ?
মনের বিশালতায় নেই কোন ক্ষয় !


পত্রীরা সাঁঝে  ফিরে  নীড়ে
প্রকৃতির চিরায়িত প্রশান্তিতে পায় অবকাশ
উত্তরসূরিদের তরে অর্থ, অগাধ সম্পদ ও  ভবন গড়ার
নেশায় নেই কোন তোড়জোড়
ছোট্ট  একটি খড়কুটোর আশ্রয়ে মহা সুখী  সে
পরদিন দেখে স্বচ্ছ, সুন্দর, নির্মল,নতুন একটি ভোর ।


আমরা ও যদি হতে পারতাম বিহঙ্গের মতো ?
হয়েছি সংকীর্ণতায় ভরা মানুষ, হতে পারিনি মুক্ত দ্বিজ
তা হলে –
নির্মল, নিষ্কলুষ, লোভ-লালসা হীন
জীবনের নীল গগনে রঙীন মেঘে ভেসে বেড়াতাম
চিন্তা-ভাবনা হীন নিদ্রায় সু্খের স্বপ্নে বিচরণ করতাম
পাখপাখালি মতো সুদৃশ্য মায়াজাল ছড়িয়ে ভুবনকে পূর্ণতা দিতাম
ভোরে স্বচ্ছ , নির্মল, শুভ, সুচারু, রাঙা  সূর্য হেরে
নতুন দিনের পথ চলায় উজ্জীবিত হতাম অবিরত ।  

শরীফ নবাব হোসেন