০৯/১০/২০২০ ইং । সময় – বিকাল – ২-১৫ মিনিট


কে  আপন  ?


যাকে আপন ভাবি
সে আপন নয় ,
ধন জন
প্রয়োজনে নাহি
সাথে রয় ,
মরণের কালে
কেহ আপন
নাহি হয় ,
যদি না সৎ
পূত পবিত্র
জ্ঞান অর্জন হয় ।


সৎ জ্ঞান মতে
পুণ্য কাজ
যদি করা হয় ,
সে টা শুধু
মরিবার কালে
সাথে রয় ।


ঐ পুণ্য জ্ঞান
ও মহৎ কাজের
নাহি ক্ষয় ,
পর পারে ও
তাহা  আপন হয় ।


জীবনে যতই
করি বেশ ,
টাকা পয়সা
ধন সম্পদ
গাড়ি বাড়ী
আত্মীয় স্বজন
ক্ষমতা পদবী
যশ সুখ্যাতি
অহংকার বাহাদুরি ,


সব কিছুর ই
আছে নিঃশেষ ,
সময়ে এ সবের
থাকে না রেশ ,
শুধু মানুষের
পরম আত্মার
সুকৃতি সৌন্দর্য টাই
চিরঞ্জীব ভাবে
বেঁচে থাকে
অমিয় অনিমেষ ।


শরীফ নবাব হোসেন ।


( আজকের ক্ষুদ্র প্রয়াশ টুকু  আমার অতি শ্রদ্ধেয় প্রিয় কবি বোরহানুল ইসলাম লিটন  এর “’আবরণ ’’ – ( (  মজাক্ষরা  ৫ ) কবিতার আদলে লিখা । সু্তরাং আজকের কবিতা টি প্রিয় কবির সম্মানে নিবেদন করলাম । )