মানব কল্যাণে ধর্ম


ধর্মের মূল নীতি শান্তি
সঠিক চর্চায় দূর করে অশান্তি
সব ধর্মের বিশ্বাসে মানবতা
এর বিপরীত কর্ম জঘন্য সংকীর্ণতা
সংঘাত-সংঘর্ষ নেই কোন ধর্মে
পালন করতে হবে আপন আপন কর্মে
ধর্মকে সঠিকভাবে জানো
তা পরিপূর্ণভাবে মানো
ধর্ম সমসময় পবিত্র
ইহাকে করোনা কোনরূপ অপবিত্র ।


ধর্মের মাঝেই মানব কল্যাণের বারতা
কর্মবিহীন ধর্মতত্ত্ব জীবনে অসারতা
কোরআন, পুরান, ত্রিপিটক, বেদ, বাইবেল, গীতা
পাঠে ও অনুশীলনে বাড়ে অপরিসীম মহানুববতা
সৃষ্টিকর্তার মহিমায় করেছেন দান জীবনমান
তুমি করতে পারোনা তার অসম্মান ।


ধর্ম নিয়ে করো না বাড়াবাড়ি
ইহা কোন রাজ্য নয় যে, করবে কাড়াকাড়ি
অন্যায়, অবিচার, অসত্য, হত্যা ও নির্যাতনের
স্থান নেই কোন ধর্মে
ধর্মের নামে কেহ তা করে থাকলে
এটা নিমজ্জিত হবে অন্ধকারের পাপকর্মে
ধর্মের মূল মন্ত্র মানবের সার্বিক ত্যাগে
ধর্ম কী হবে ? কাম, হিংসা-বিদ্বেষ, মোহ সর্বদা তবে অন্তরে জাগে !
পৃথিবীর সুরক্ষায় জীববৈচিত্র ও অন্যসব উপাদান
বিধাতার করুণার দান, সভ্যতার অংশ
লোভ-লালসায় মত্ত হয়ে, ভোগবিলাস চরিতার্থে
ইহাদের করোনা নির্বিচারে ধ্বংস !!


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট,চট্ট্গ্রাম।