১০/০৫/২০১৯, সময় – রাত – ১০-০০


সৃষ্টি  !


সৃষ্টির মাঝে বিমোহিত  হও
সৃষ্টির  তরে  বিলীন  হও
সৃষ্টির লক্ষ্যে এগিয়ে  যাও
সৃষ্টিশীলে  জীবন  উৎসর্গ  কর
ভোগ, বিলাস ও সুখ বিসর্জন দিয়ে
নব নবীন সৃষ্টিতে মেতে উঠো ।


নতুন সৃজনে  দাও  সময়  অসীম
দেখবে, তোমার সৃষ্টকর্ম  গুলো
আসবে মানব  কাজে
অন্যসব প্রাণির  জীবনে ও  লাগবে
প্রকৃতির  ভারসাম্য  রক্ষায়  হবে  প্রয়োজন
জীব-বৈচিত্র  সংরক্ষণে  রাখবে  অবদান ।



অলস ভাবে কাটিও  না  সময়
সেটে, নেটে, পার্কে, ফেসবুক ও আড্ডায়
জীবনের মূল্যবান অংশ করো  না  ক্ষয়
সুচারু সৃষ্টি দিয়ে মহীকে করতে হবে জয়
অর্থহীন কাজে করো না সময় নষ্ট
জীবন হয়ে যাবে অন্তঃসার শূন্য, ব্যর্থ ।


তাক লাগানো কাজে মন দাও
সামাজিক উৎকর্ষতায় ব্যয় করি সময়
সৃষ্টির জন্য সৃষ্টি  করি
চেতনা দিয়ে শুভ সূচনা গড়ি
জীবন বিকাশে  চিন্তা করে যাই দুর্নিবার
দেখবে, সৃষ্টির সফলতায় মর্ত  হাসবে  !


নতুনত্ব  নিজের জন্য নহে
তা পরের জন্য নিবেদিত
সৃষ্টি সঞ্চালন করে সভ্যতার গতিশীলতা  
এটা আনন্দ দেয় নিত্য ঝরণাধারার মতো
বিকশিত হয় সবু্জ পত্র-পল্লব সুশোভিত
নিবিড় চির হরিৎ অরণ্যের রুপে মুখরিত ।


সৃষ্টির বার্তা  ধরাতে দিনমণির আলোকের ন্যায়
শুধু আলোই বিলিয়ে যায় অনন্তকাল  
বিনিময়ে কিছুই নাহি চায়
এর মাঝেই সে নির্মল সুখ-আনন্দ পায়
ভরে রাখে প্রাণ ত্যাগের মহিমায়
অহংকারের অহংবোধের লেশমাত্র তার নাই !


শরীফ নবাব  হোসেন ।