এই পৃথিবী আজিব ভূমি
চলতে লাগে ভয়,
ভালো কথায় কখন জানি
তোমার হবে ক্ষয়!


সেদিন আমি আপন ভেবে
একটি কথা কই,
এমন ভাবে উঠলো যেনো
চুনের পরে দই।


খ্যাঁকখ্যাঁকিয়ে বলে আমায়
আর দিয়ো না জ্ঞান,
ভালো খারাপ আমার হবে
তোমার বাজে ক্যাঁন?


আমার কেনো বাজবে বলো
কেমন কথা ভাই,
ইচ্ছে মতো উড়াও ঘুড়ি
আমার ভাঙা তাই?


এই সমাজে বাঁচতে হলে
থাকতে হবে চুপ,
নিজের খেয়ে পরের ঘরে
কেনোই দিবো ধূপ?


২২ভাদ্র ১৪২৭; ভিয়াইল