***(প্রাপ্তমনস্কদের জন্য)***


তুমি চলে যাওয়ায়
জীবনের বেপরোয়া এষণগুলোর
নতুন করে আনাগোনা শুরু হয়েছে।


ধাঁচ-সামাজিকতার পীড়নে চাপা অভীপ্সাগুলো
নতুন করে খুনশুঁটিতে ব্যস্ত এখন ...


মন মতি আর ভাবনাগুলো
দিনরাত নির্বিশেষে, লোকালয়ে বা একাকীত্বে,
জমকালো মঁজু ললিত সুধার কল্পনা বা সান্নিধ্যে
আচ্ছন্ন এখন।


কখনও সেই টানেই চেয়েছিলাম তোমাকে ...
অকথ্য বাসনা আর স্হূল আকর্ষণে
তোমার মন শরীর নিয়ে
মত্ত হতে চেয়েছিলাম প্রণয়লীলায়।


আমার সেই চাওয়া ছিলো না অনঘ
(সেই দাবি বা পণও আমার ছিলো না),
সাধু-প্রবাজিকার পূত প্রেম-ভাবনার সাথে
তার উপমিতি ছিলো না কখনও।


সেই বিলাসে ছিলো না অনড়তা,
ছিলো না বিধিবিধান, প্রথাসিদ্ধ তত্ত্ব, বা সূত্র।


আমার চাওয়ায় ছিলো
নিখাদ রক্তমাংস মনুষ্যের ভ্রান্তিপরায়ণ মনের উদাম বাসনা ...
আর তোমার দেহ মন রূপের জন্য
এলো আকালিক সর্বগ্রাসী বিধ্বংসী প্রেম।


প্রেমের ইন্দ্রিগত বিভূষণের এই সুধা আর ক্ষুধা
তোমার মন থেকে বিচ্ছিন্ন,
আজও ...
তুমি বোঝোনি।


আমার অন্তরের এলো বিলাস এমনটাই,
আজও ...
তুমি বোঝোনি।