কাকে খোঁজো বন্ধু ?


পরিচিত কেউ আর নেই এই বর্জিত হৃদয়ে ...
তোমার প্রিয় মনটার নিবসতি
বেদখল হয়েছে বহু আগেই।


অসার বন্ধুর অভব্য অনুভূতিদের
জুয়ার আসর এখন সেখানে ...
নিত্য নতুন স্হূল ইচ্ছেরা
নর্তকীর বেশে মুজরা করে রোজ।


ভাবনার মুখে গুল ঢুকেছে ...
তোমার কবি এখন তাই কথা বলে অসুস্হ ইশারায়।


কবিতার আসর পাল্টে
অশুচি-সভা বসেছে অকবি-বেকবিদের,
খৈনীর চটাশ চটাশ শব্দ
আর গাঁজা চরষের গুমসো গন্ধ ভস্মে
খিস্তি খেউরি আর অশ্লীল খোশখেয়ালের
নৈশ আড্ডা চলছে নিয়ত।


দেরী করেছো বন্ধু,
অনেক।


এখন এই নিষিদ্ধ পরিত্যক্ত কুঠির বাতায়নে
শুধু ক্ষয় আর ভয়ের
লু হাওয়ার আনাগোনা।


বন্ধু,
তোমার রেখে যাওয়া মনের ঠিকানা একই আছে,
ঘরটা জবরদখল হয়ে
এই হৃদয়ের সমাজটা বদলে গেছে ...
চিরতরে।