শীত এলে কই গ্রীষ্ম ভালো

গ্রীষ্মে দেহ হয় যে কালো

উষ্ণে আগুন শীতে মাঘ

জলে কুমির ডাঙায় বাঘ !

রক্তমাংসে গড়া দেহ

জড়বস্তু নয় যে কেহ

উষ্ণে পোড়া শীতে মরা

মাটিতে এই দেহ গড়া-

যাঞ্চা করি রবের কাছে

কোকিল ডাকুক সবুজ গাছে

শিমুল হাসুক অনন্ত

বসন্ত চাই বসন্ত।