হাসলে;ওষ্ঠদ্বয় বাঁকিয়ে-বাঁকিয়ে, আড়-চোখে,
কখনো চোখদুটো পলকহীন, দৃষ্টিনন্দন সুখে।
হাত-পা সঞ্চালনে, বিনিদ্র থাকো, ক্ষণিক-তম,
হ্যাঁ; তুমি নির্লিপ্ত ক্ষণিকে, ভুলে হও স্মৃতি-ভ্রম।


ক্রন্দনে, ক্রন্দনে, স্মরণে আসে জাগাও ভূবন,
তুমি ভ্রম ভুলে খেলো, অবারিত দেখিয়া স্বপন।
আবারও খেলা কর, খুলিয়া চোখ একা, একা,
তোমার; আশ-পাশ যদি, কেউ নাও থাকে সখা।


এই পুরোনো পৃথিবীর বুকে, নতুন অতিথি তুমি,
একা-ই হাসো, যেন- কোন নক্ষত্রের ডাক শুনি।
তোমারি নতুনত্বে, আমারও প্রানে লাগে দোলা,
আমিও হই মন-ভোলা, জীবনের এ শেষ বেলা।