নস্টালজিয়া'র বসত কারো কারো নিউরনে।
তারা বেঁচে থাকে শুধুই অতীতে।
বর্তমান সর্বদা বর্ণহীন তাদের।
তাদের ভবিষ্যৎ একটি বিলীয়মান বিন্দু,
সেই বিন্দুতে সংযোগ রেখা আঁকবে-
এমন হয়না ভাবা কখনো।
তাদের যত দুরন্ত গাঙচিল, যত রঙিন বৃষ্টিবিন্দু-
সবই অতীতের স্নিগ্ধতায় ঠাসা।
তারা একেকজন অতীতাশ্রিত মানব,
যাদের শক্তি সঞ্চিত হয়,
অতীতের কোন এক বৃষ্টিস্নাত ঝড়ো সকাল,
কিংবা শীতের এক পাতাঝরা বিকেল থেকে।
স্মৃতি রোমন্থন তাদের ঐকান্তিক নেশা।
বর্তমানের ধূলোয় যা তারা হেলায় হারায়,
ভবিষ্যতে তাই তাদের প্রিয় অতীত।


রাত ৯ টা ২৪
জানুয়ারি ২৭, ২০১৭
সিলেট।