(১)


সামান্য ধূলিকণার মতো করোনা
তাই দিয়ে
তোমাকে ঘরে বন্দি করে রেখেছেন, স্রষ্টা


তুমি বলছো
দোজখের শাস্তি পাচ্ছি
নরক যন্ত্রণায় মরছি


দোজখ নরকের সামান্য ধূলির শাস্তিতেই তোমার নাভিশ্বাস!


তাহলে তুমি কিভাবে আর বুঝবে
দোজখের শাস্তি কি
নরক যন্ত্রণা কতখানি


আর কতখানি তোমার বোধের বাইরে
স্রষ্টার মহিমা।


(রচনাঃ ২৪.০৪.২০২০)


(২)


কেনো জানি সেদিন মনে হলো


সাত আকাশের ওখানে
তাঁর আরশে বসে আছেন স্রষ্টা


আনমনা, বিষন্ন, মনঃক্ষুণ্ণ
কার ওপর? তা তো বোঝাই যায়


পায়ের কাছে বসে আছে
এযাবৎকালের লক্ষ লক্ষ ঐশ্বরিক দূত
তাদেরও মন খারাপ, সমস্ত কাজ তাদের ধুলােয় মিশে গেলো


তারপর, স্রষ্টা, যেন একটা দীর্ঘশ্বাস ফেলে
ঝুকে এলেন পৃথিবীটার ওপর


আমরা যেমন তিন আঙ্গুলে
একটু লবণ তুলে ভাতের ওপর ছড়িয়ে দেই
অথবা ময়রা যেমন মাওয়া ছড়ায় তার মিষ্টিতে


তেমনি স্রষ্টা, তিষ্ঠলেন ক্ষণকাল
তারপর ছড়িয়ে দিলেন করোনা, চীনের ওই জায়গাটিতে


কেনো? তাও আমরা জানি।


(২৯.০৪.২০২০)