বহু বছরের অর্থহীন আত্মনিপীড়ন
আর নীল রক্তক্ষরণের পর, সে ফিরে এলাে প্রেয়সীর দ্বারে;


ঝুল বারান্দায় দাঁড়ানো প্রেয়সীর ঠোঁটে,
                           প্রস্ফুটিত হলো পবিত্র প্রভাত ফুল;
                
                 "সেতো নয় কাগজের ফুল,
               ভেঙ্গে চুরমার হলো সকল ভুল"


ক্ষিপ্রবেগে এসে আলিঙ্গনে বদ্ধ হলো সে নারী,
                                          তার বাহুডোরে,
তার সমস্ত সত্তা নিক্ষিপ্ত হলো মিষ্টি ঝর্ণার পাদদেশে;


কিছু ক্ষণের মৌনতার পর বললো সে, "চলে যাচ্ছি আমি";
সে কথা শুনে, এক সমুদ্র বেদনা যেন উঠে এলো,
                     প্রেয়সীর থরথর কম্পিত চোখে-মুখে,
তবুও সংযত সে নারী প্রশ্ন করে,
               "ব্যস, এটুকু বলতেই এসেছিলে কি ফিরে?"


প্রেয়সীর দু'চোখের বেদনার্ত সমুদ্র অবগাহন শেষে,
সে ভাবে, "আর কেন রক্তক্ষরণ? আর কেন আত্মনিপীড়ন?"


ভীরু স্বরে সে জিজ্ঞেস করে, "সাথে চলো?"


আবার ফুটে ওঠে শিশির সিক্ত স্নিগ্ধ,_ প্রভাত ফুল
                                          তার প্রেয়সীর ঠোঁটে;
বেরিয়ে পড়ে দু'জনে,_ পৃথিবীর পথে ।  


(০২.০৮.১৯৯৬)