মানুষ নামের প্রাণীর মতো শ্রেষ্ঠ কিছুই নাই,
স্রষ্টা দিলেন মানুষেরে, পুরো দুনিয়াটাই;
পাপের বোঝা মাথায় করে, এই গোলকে এলো,
সপ্ত রঙে সপ্ত বিষে পৃথিবী ভরিয়ে দিলো;


মানুষ নামের গোলকধাঁধায়, ঘুরছে পৃথিবী,
মানুষ আসার পূর্বে ছিল, বোবা ধরিত্রি;
মানুষ দেখেই সব বাগানে, ফুটলো ফুলে হাসি,
মানুষ বলে প্রথমবারই, তোমায় ভালােবাসি;


চরিত্র তার রহস্যময়, নানান মুখী সত্তা,
একদিকে তার ভালোবাসা, অন্য দিকে হত্যা;
আবিষ্কারের নেশায় ছোটে, যুদ্ধে সর্বনাশা,
দিবারাত্রি খেলছে মানুষ, স্রষ্টা সাথে পাশা;


মানুষ মনের প্রেমের সুধায়, প্রেম সাগরে ভাসি
মানুষ নামের হিংস্র ক্ষুধা, জীবন সর্বনাশী;
মানুষ তুল্য দুঃসাহসী, নেই বিজয়ী বীর,
ইতিহাসতো তারই লেখা, মহান পৃথিবীর;


এই পৃথিবীর শেষ পরিচয়, মানুষ মাহাত্মই,
মানুষ ছাড়া এই পৃথিবীর, মূল্য ছিল কৈ?
মনুষ্যত্ব দোষারোপে, মানুষ দম্ভ বেশ,
মানুষ ছাড়া এই পৃথিবীর, সব গল্প শেষ।


(বুঝেছো রহিম মিঞা,_ মাইকেল, অমলেশ?)


(০৬.০২.২০২১)