একাধারে পুরো জাতি, কখনো কি চোর?
দালাল বেঈমান গুনাগার,_ ঘুষখোর?
কোটি যায় মসজিদে, কোটি যায় মন্দিরে,
সবাই কি অসৎ! মেতে থাকে সারাক্ষণ ফন্দি ফিকিরে?


যারা এরকম বলে, লেখে, আর যারা বাহবায়,
নিজ জাতির সম্মান, বিশ্বে ধুলোতে মেশায়,
তারা কি সব দেবতা? নাকি ফেরেশতা?
জাতিতে জন্ম নিয়ে জাতিকে দংশায়,
শতধিক্ তাদের, এই নষ্ট নেশায়;


কোন দেশে নেই, মানুষে মানুষে হিংসা,
লোভ, অনৈতিকতা, রিরংসা;


পুরো বাঙালি জাতি কখনোই নষ্ট নয়;
কোটি কোটিতে হয়তো, কয়েক লক্ষ জঞ্জাল হয়;
সকল দেশেই আছে, সমাজের অংশে অবক্ষয়;
যারা নিজের জাতিকে এত তুচ্ছ করে দেখে,
তারা পৃথিবীতে সবচে অধম আগে,
তাদের জন্ম সঠিক নয়;


মদির উৎসবে, অশীল শব্দ যোগে,
একাধারে সমস্ত বাঙালিকে কালিমা লেপন!
যারা দেখে না বাঙালির মহাকবি মহাজন,
কৃষ্টি সৃষ্টি ভাষার সম্মান, বাঙালির কিংবদন্তী সকল বিজয়,
অবশেষে যাদের এই মত হয়, কালিমা ছড়িয়ে বাঙালিকে নির্ণয়!  


শতধিক্ তাদের, তারা ঠিক নয়, ঠিক নয়।


(০৪.০২.২০২১)