সন্দিগ্ধ চোখ, হাতে পায়ে পরাবে বেড়ি,
তার আগে ভাগ্, পালা তাড়াতাড়ি;

ব্যাকরণ শিখে রাখ্, কাজে লাগবে,
না হলে তাক করে কামান দাগবে;

নিশানা ওড়ে যত, সবগুলো শূল!
মোড়লেরা নিষ্প্রাণ, গ্রন্থ পুতুল;

ভ্যাবলাকান্তরা হয় চোখের মণি,
অন্যথা হলে তুই সমাজের শনি;

প্রথাগত দাস হ, না হলে দোষী,
আধুনিক মতবাদ, দে লাথি কষি;

এরকম হলে তুই সুবোধ বালক,
চোখে লাগা সুরমা, নাকে দে নোলক।

ভেরুয়ার পাল সব শান্তিতে থাকে,
গাঁজাখুরি বিশ্বাসে জাবর কাটে।

(20.09.2021)