আমি সেই...!
নির্ঘুম রাত শেষে যে পথিক
এসে দাঁড়ায় দুর্গম পথের বাঁকে
আমি সেই...!

আমি সেই...!
যার জয় করার কোনোও তেজ নেই
আবার হারাবার কোনোও ভয় নেই
আমি সেই...!

মৃত আস্তাবলে যে ডাঁশ-মাছি তাড়ায়
আমি সেই...!