কায় কোন্টে আছেন ভাইয়ো
আইসো  টপাস করি
যাবার নাগবে মুকুল চাজির
বিয়ার আলাপ ধরি।
খবর প্যায়া দৌরি আসিল
হামার নরেশ বাবু
ঘটনাকোনা শুনবার প্যায়া
হয়া গেইল তায়ও কাবু।
মুকল চাজির কথা শুনিয়া
শরমে তো বোল মরে
কইনার বাপের কিকি আছে
তাকো ফির পুচ করে।
কইনার বাপের কিকি আছে
মোকে আগোত কন
মুকুল ভাইয়ের বিয়াত ওমরা
কিকি দিবে পন।
থুক্কু তওবা ডিম্যান্ড?
ডিম্যান্ড বোল নিবার গেইলে
আইনোত আছে দন্ড
এগলা কথা কবার গেইলে
মানষি কইবে ভণ্ড।
কইনার বাপ ভাল মানষি
বিঢ়াট বড় মন
কইনার বাপের সিমেন্টের
গরু বাচুর তিনতালা পোকোর
আরো ম্যাল্লা ধন।
ধুর বাহে.......
তিনতালা পোকোর! মিচাকথা
মুই জেবনে দ্যাকঙ নাই
কুত্তীকোনা কনতো
এ্যালায় দেখপার যাই।
ডালিয়া খালোত দেকেন নাই
কেমন দোতলা নদী
কইনার বাপের তিনতলা পোকোর
ঐপাকে কামাল ভাইর বাড়ীর ওদি।
ও! তা কইনা দেখতে কেমন?
কালা না গোরা ফুলফুলা
লম্বা, খাটো... চিকোন, মোটা
না ফির পাতাইলে গুলগুলা।
চিকোন চাকোন কইনাকোনা
উজ্জ্বল শ্যামলা গাও
দেখতে-শুনতে পরীর নাকান
কাথাতেও বেশ ভাও।
নরেশঃ- তা কায় কায় যাইবে
কইনা দেখপার বাদে
দেখাদেখিত বোল মুইও যাইম
মোক নিমেন তোমরা সাথে।