আজ দেখি ছাদ বারান্দায় টবের ফুলে
প্রজাপতি দোলে, ফুলে বসেছে আজ
দুই পাখা খুলে।
নীল প্রজাপতি এ যে গাঢ় নীল;
অন্তর কাঁপানো সুন্দর ঝিলমিল।
তাকিয়ে দেখছি তাকে আজ
কেনো বারবার? সে কি আজ
কোনো খবর এনেছে তোমার?
তাকে দেখে মনে পড়ে আবার; এখনি,
তোমার কাছে ফিরে যাবার।
তুমি তো আমাকে সেদিন বলেছিলে
"এই যে দেখো দেখো নীল প্রজাপতি দোলে।
নীল প্রজাপতি আমার নীল শাড়িটার মতো।
ছোট বেলায় নীল প্রজাপতি
হাতে নিয়েছি কতো?
ধরে আনো তো তুমি হাতে নিয়ে দেখি;
একটুখানি হাতে ধরে রাখি।"
তোমার পছন্দের সেই নীল প্রজাপতি আজ
আমার আঙ্গিনায় ; আমাকে বলছে যেনো
কি ঈশারায়?
তবে কি তুমি আবারো আসবে ফিরে?
হাসি কি ফুটবে আমার
এই ছোট্ট নীড় ঘিরে?
ফিরে কি পাবো আবার সেই ভালোবাসা?
আজ প্রজাপতি দেখেই কিন্তু
জেগে উঠলো আশা।
এই যে নীল প্রজাপতি আসলো ফিরে;
ডাকছে তোমার আমার শূন্য নীড়ে।
নীল প্রজাপতি আজ ভেঙ্গে দিলো
অতীতের সব ভুল;
ফিরে এসে তুমি বলো না কবুল।
বুঝতে পেরেছে আজ পেরেশানি এই মন,
করে অনশন ;
তোমাকে ছাড়া কিভাবে দিন যায়?
তোমার পানে চেয়েই আজ আছি অপেক্ষায়।
------------------------+++--------------------
[একদা আমার শ্রদ্ধেয় প্রিয় বরেণ্য কবি মার্শাল ইফতেখার আহমেদ বলেছিলেন গদ্য কবিতা লিখার জন্য; তাই আজ চেষ্টা করে দেখলাম। তবে এটা কি হয়েছে জানিনা, কবিতা না অন্য কিছু; তবুও লিখাটি আজ তাঁকেই উৎসর্গ করলাম।]