বাংলার যতো রূপ হৃদয়ের মাঝে,
লালিমায় মিশে মন আষাঢ়ের সাজে।
বর্ষার ঋতু এসে খুলে গেলো দ্বার,
শিহরণ গায়ে এনে উঠে তোলপাড়।
বারবার ছুটে যায় লালিমায় মন,
ভোরে উঠে ধরে রাখো ভাবনায় ক্ষণ।
এমন মধুর ক্ষণ এ আষাঢ় মাসে,
ছোট ছোট মেঘমালা লালিমায় হাসে।
হিম হিম ভাব আর লালিমার ঘোর,
আষাঢ়টা নিয়ে এলো প্রীতিময় ভোর।
রঙ মাখা আষাঢ়ের মাঝামাঝি এসে,
শাপলার ফুল গেলো মন খুলে হেসে।
মৃদু উড়ে লতাপাতা উড়ে যায় পাখি,
মোহময় ক্ষণ পেয়ে খুলে গেলো আঁখি।
পুকুরের জল ঘেঁষা শাপলার ফুল,
ভাসমান ফুল দেখে মনে উঠে দোল।
ঝিরিঝিরি বাতাসের ধীর গতিবেগ,
লালিমায় মাখা আজ ছোট ছোট মেঘ।
ঝলমলে ভোর শেষে উঠে গেলো রবি,
মিঠা রোদ জল ঘেঁষে আঁকে জলছবি।
চারিদিকে ভরা আজ যতো ফুল পাখি,
মৃদু সাজে আষাঢ়টা করে ডাকাডাকি।
আকাশে মেঘের ভেলা করে ঘুরঘুর,
উপভোগ করে মন পাখি ডাকা ভোর।
জৈষ্ঠ্যের কড়া দিন বিবর্ণ ছিলো,
যথাযথ রূপটাই আজ ধরা দিলো।
কেনো লাগে সুধাময় ভাবনাতে আজ,
ভুল নয় আসলে তা আষাঢ়ের সাজ।