আকাশের ঘুরঘুর বৃষ্টির ধারা
ধুমধাম নেমে যায় এটা মনকাড়া।
ফসলের জমি আর কাঠফাটা নাই,
জলে ঢাকা জমি পেয়ে খুশি চাষীভাই।

ঘনকালো মেঘমালা আকাশের গায়,
বৃষ্টির ফোঁটা ঝরে জল দিয়ে যায়।
কিলবিল পোনামাছ করে ছুটাছুটি,
মিঠা জলে ছোট মাছ কই মলা পুটি।

আরো যতো পোনামাছ আষাঢ়ের জলে,
আনন্দে মিঠা জলে দল বেঁধে চলে।
বৃষ্টির ফোঁটা পেয়ে জলে ভেসে উঠে,
আকাশের ডাক শোনে আরো বেশি ছুটে।

ডাক দিয়ে বেজে উঠে আষাঢ়ের বাঁশি,
ক্ষেতে নামে চাষীভাই তার মুখে হাসি।
একবার শুরু হলে পড়ে অবিরাম,
বাদলের রূপ নিয়ে নামে ধুমধাম।

চাষীভাই শুধু চায় পরিমিত জল,
আনন্দে মাঠ জুড়ে বাড়ে কোলাহল।
পরিমিত জল পেয়ে ফল ভরা গাছ,
জমিতে ফসল আর জলে পাবে মাছ।

শস্য উৎপাদনের বিকল্প নাই,
কৃষকের নিতে হয় জমিতেই ঠাঁই।
টাকা হলে ঘরে নেবে লাল বেনারসি,
আকাশের জল পেয়ে চাষীভাই খুশি।