ভুল পথে কথাকলি করে বিপনন,
কত-শত ছলনায় ভরা এ জীবন।
ধন আর মান পেতে সোজা পথ ভুলে,
অবশেষে ঢলে পড়ে মৃত্যুর কোলে।
পরধনে মই দিয়ে হয় ধাবমান,
ভুলে যায় সবকিছু বিধাতার দান।
অন্ধকারে চাপা পড়ে তবু সুখ চায়,
আশা জুড়ে কিঞ্চিৎ আলো খুঁজে যায়।
অসৎ পথের টানে ভুলে দায়ভার,
আজীবন করে যায় এক কারবার।
জীবন সায়াহ্নে দেখে দূরে আছে সুখ,
ধুঁকে মরে তবু তার আশা এক বুক।
সপ্ন সারথি ক্ষণ যৌবনে শুরু,
ধীরে ধীরে বেড়ে উঠে যত হয় বুড়ো।
যৌবন পাড়ি দিতে মনে জাগে ঘোর,
ভাবে নাতো মরণটা আর কত দূর।
জীবনের কিছু সুখ কিছু ভালোবাসা,
চিরকাল এই দু'য়ে বেঁচে থাকে আশা।
চাহিদার শেষ হয় মরণের পরে,
শেষ দমে দুনিয়ার সব ঘোর ঝরে।
দুনিয়াটা আলো আর আঁধারের খেলা,
এইটুকু বুঝে উঠে কেটে যায় বেলা।
আশার ভেলায় চরে দেখে যবনিকা,
শেষ দমে অধরাই সেই দীপশিখা।