মালির গড়া ফুল বাগানে, গোলাপ যখন ফুটে,
গোলাপ ফুলের স্পর্শ পেতে, বাগান মালিক ছুটে।
সবার প্রিয় লাল গোলাপ, বলের মত গোল,
সবাই তাকে সোহাগ করে, কেউ করে না ভুল।
কেউ বা তাকে যত্ন করে, আপন জনকে দেয়,
বিশেষ দিনে পাত্র পাত্রীর, ভালবাসা পায়।
গোলাপ দিয়ে বরণ করে, কেউ বা বানায় মালা,
সভা মঞ্চে টেবিল সাজায়, বিকেল সন্ধ্যা বেলা।
গোলাপ ছাড়া সভা মঞ্চ, প্রস্তুত করা দায়,
খুঁজে তাকে হন্যে হয়ে, যেখান থেকে পায়।
কন্যা যখন বিয়ের সাজে, যায় শ্বশুর বাড়ি,
লাল গোলাপ খোঁপায় গুঁজে , ছাড়ে বিয়ের গাড়ি।
কেউ বা তার গন্ধ শুঁকে, কেউ বা সাজায় ফুলদানি,
ফুলের সুবাস ধরে রাখতে, গোড়ায় ঢালে পানি।
গোলাপ ফুলের এতো মূল্য, এতো যত্ন তার,
ফুল দিয়ে ধন্যবাদ পায়, অসংখ্য অপার ।
গোলাপ ফুলের স্বল্প আয়ু, হায়াত তার অল্প,
ছবির ফ্রেমে ধরে রেখে, সাজায় প্রেমের গল্প ।
গোলাপ ছাড়া জমে না প্রেম, হয় না প্রেমের কবিতা,
গোলাপ দিয়েই প্রেমের শুরু, গোলাপ দিয়েই বার্তা।
লাল গোলাপ এতো দামি, তবে কেন দেরি?
নিজ আঙিনায় ফুলের বাগান, সবাই শুরু করি।
যতো সুন্দর গোলাপ ফুল, ততো বেশি কাঁটা,
তড়িঘড়ি ধরতে গেলে, ঝরে রক্তের ছিটা।
এতো প্রিয় লাল গোলাপ, সবার জন্য ফুটে না,
বেদরকারে স্পর্শ পেতে, যেন সবাই ছুটে না।
যার জন্য ফুটে গোলাপ, তাকে আহ্বান জানায়,
চোখ ধাঁধানো লাল গোলাপ, তার কাছেই মানায়।