আজও ছুটেছে রানার তিমির-তাহারা রাতের তারা
পেটের টানেতে টানিছে ঘানি, গৃহহীন
সর্বহারা।
পথে পথে ছোটে মাঠে ঘাটে, পিঠেতে বোঝার ঝোলা
রং তামাসার ঊষর ভূমে, তারা যে বাদুর
দোলা।
দরদে কাহারো চোখে নাই তো তাদের গান
কবি কাঁদে তার কাব্য কথায় সাধিতে তাদের
প্রাণ।
কত শত লোক ধনের পাহাড় গড়িতে সাধের গড়
বধ্য ভূমিতে সর্ব হারার-ঘাম ঝরে দর
দর।
ঝোলার দোলাতে কত না বাহারি রকমারি ভাঙা চুরা
তাদেরই দানেতে ব্যথিত প্রাণেতে; জীবন তাদের
গড়া।
তৃণ মূল দল সিক্ত নিহারে প্রভাতে তাহারা ছোটে
পথের দুপাশে ছড়ানো বিচালি-যেটুকু ভাগ্যে
জোটে।
শহরে নগরে আস্তাকুঁড়েতে আবর্জনার ঢল
ব্যস্ত তাহারা সেই সে ভাগাড়ে তাহারা অরুণ
দল।


II


অরুণ দলের দল দলেতে-বেদনাতে লেখা গীত;
এই কী স্বাধীন ভূম সে গড়া; স্বাধীনতা
সঙ্গীত!
দিকে দিকে ধায় কুড়ায় কাচায়-আবর্জনার ঢল
লাঞ্ছিত মা, বোনের সে দেশ;বহিতে দুখের
পল!
হাজার ডলার অযুত নিযুত; কোটি কোটি হায় রে!
মঙ্গল আর চন্দ্র মিশন-মহাকাশের-
দৌড় এ!
তাদের দেশেতে রাহুর সে পল-কেউ নাই সাথে পাঁচে;
জীবন যেথায় করুণ কঠিন, অভাব দুখেই
বাঁচে।
অহমিকা আর বিদ্বেষ বিষ-দিকে দিকে রাজ গড়ে
গরিব সে জন পাতা সে ফাঁদ, চৌদিকে ধরা
পরে।
আমি তো ব্যাপারী কবি ও কিছুটা; দিকে দিকে চোখ পাতি;
দুখের জলেতে আঁখির পাতে তে-
ব্যথার সে পল
আঁকি।