Sanjay Karmakar
December 11 at 11:23 PM  ·


বিজয় মানে মা বোনের ঐ মহান কতকথা
বিজয় মানে সম্ভ্রম আর লাজের বিপন্নতা।
বিজয় মানে চাঁদের আলয় ধন্য মায়ের দেশ
বিজয় মানে সোনায় সোহাগ মোহন তার ঐ বেশ।


বিজয় মানে লক্ষ প্রাণের আহুতির ঐ দান
বিজয় মানে মুজিব ও তার দীপ্তি প্রভা সান।
বিজয় মানে শৌর্য তার ওই প্রকাশ গগন তল
বিজয় মানে বীর বাঙালি আর ওই মুক্তিদল।


বিজয় মানে স্বাধীনতার সূর্য গগন পূবে
বিজয় মানে বাংলা সে ভাষ ভাষার দিবস ভবে।
বিজয় মানে দামাল সে প্রাণ বাংলা বীরের জাতি
বিজয় মানে লাল সবুজের ধ্বজা তার ঐ প্রীতি।


বিজয় মানে দীপ্ত রবে সপ্ত সাগর আরাধন
বিজয় মানে মৃত্যু দানে স্বাধীন দেশের আনয়ন।
বিজয় মানে বঙ্গ পিতা মুজিব তাহার দেবাঙ্গণ
বিজয় মানে সে পণ তাহার; দেশের তরে সাধতে রণ।

বিজয় মানে ভাষার তরে, রক্ত এবং জীবন দান
বিজয় মানে সালাম রফিক; বরকতের ঐ শৌর্য সান।
বিজয় মানে আত্মত্যাগের এক আকাশের ইতিকথা
বিজয় মানে সন্মিলনের সোহাগ মাখা আত্মগাথা।


বিজয় মানে গৌরবের ওই এক সাগরের কতকথা
বিজয় মানে ভগ্নী মায়ের স্বদেশ তরে সহিষ্ণুতা।
বিজয় মানে লাল ও সবুজ চিরহরিত তাহার বেশ
বিজয় মানে সুঘ্রাণ তাহার সোনার তরীর বাংলাদেশ।


(লেখাটির প্রথম তিন স্তবক দিন কয়েক আগে লিখেছিলাম ও বিজয় মানে শিরোনামে প্রকাশ দিয়েছিলাম। বাকি গত পরশু লিখছি তবে সম্পূর্ণ কবিতার নাম পালটে সনার তরী রেখেছি কারন এখন দেখছি এটিই যথাযত)