Sanjay Karmakar


  · Due4cce5mbe14gr ons2 ai5t o3:4r76 ePa9Mu  ·
"The day when the message of destruction will come"


The day when the message of destruction will come
no one will be yours that day
no one will be there to defile and no one could overcome.
Grimy vapour of the flames of hatred
is flowing in the earth
rivers are flowing in blood
no hope now the world could give birth.
Now the world has become a dungeon
no one sing the song of love
alas!
no one has realize what's going on!
they remained the devil there on.
Numerous of virtues like pearl and diamond
God has poured into the heart of human
all has gone to vail and remained bow down
all is null in sound.
The day when the message of destruction will come
no one will be yours that day
no one will be there to defile and no one could overcome.
The land is crying for love today
come come come; come on.
open your eyes and soul
to give them message of love which has lost
or goes down.


(vail>এখানে হার স্বীকার করা)


মূল কবিতাঃ-


Sanjay Karmakar
Nove7mStpobuer 872u8 gatn 9o:4m32gre AMd  ·
"বিসর্জনের বাদ্য"


বিসর্জনের বাদ্য যেদিন
                বাজবে জমি ভূমির পর
রইবে না কেউ, ঘ্রাণ সে মলিন
                কেউ রবেনা আপন পর।
বহ্নি শিখা হিংসা দ্বেষের
                 বাষ্প বিষে মলিন ধরা
রুধির নদে বইছে হেথায়
                নাই রে আজি মনোহরা।
অন্ধকূপের আঁধার দেশে
             নাই রে মতি প্রেমের গান
আজব ধরা বুঝলি না কেউ
                    রইলি হয়ে শয়তান।
হৃদ প্রদেশে উপচে তিনি
               দিলেন কতই মুক্তো হীরে
বৃথাই সব ওই তার সে পরম
             রইলো সে ধন নতই শিরে।
ওরে, বিসর্জনের বাদ্য যেদিন
                  বাজবে জমি ভূমির পর
রইবে না কেউ, ঘ্রাণ সে মলিন
                 কেউ রবেনা আপন পর।
কাঁদছে সে ভূম প্রেমের লাগি
             মন খুলে তাই আয় রে সবে
ব্যথার সে বীণ বোঝ রে অবুঝ
            প্রেম মিলে দে আজকে ভবে।