একুশ শুধু বাঙালির নয়


সেখ কামারুল ইসলাম


আমার মগজের নতুন-পুরাতন প্রতিটি কোষের
সব খাতার পাতাই ছাপা হয় বাংলায়।
আমার মনের প্রতিটি আঙিনার ভাঁজে ভাঁজ
প্রতিবিম্বিত হয় বাংলারই আয়নায়।
আমার প্রতিটি সাড়হীন নিঃশ্বাস পড়ে
ভরে ওঠে শ্বাসে বাংলার মুক্ত বাতাসে।
আমার দেহের প্রতিটি অঙ্গের অবয়ব
উজ্জ্বল হয়ে ওঠে বাংলারই আলোতে।


বাঙালির শহীদানে অমর একুশে অক্ষয় হয়েছে
বিশ্ববিবেক খুলেছে মাতৃভাষার দ্বার।
বিশ্বের দিকে দিকে যারাই দিচ্ছে লড়াই
মায়ের মুখের ভাষায় চাইছে আপনার অধিকার,
কিংবা বঞ্চিত হয়ে দখলদারের কাছে হতে চলেছে লীন
একুশের আদর্শে দেখি তাদেরই স্বমহিমায় হতে আবারও আসীন।


আমার বাঙালি বিবেকের তাড়নায় আর মায়ের
এইসব ভাষাভাষী সন্তান হয়ে যায় তাই আমারই ভাই।