আমি ছেড়ে চলি
প্রিয়া অপেক্ষায় দাঁড়িয়ে,
চলি দূর দূরান্তে
অনন্ত মাঠ পথ পেরিয়ে।
জ্যোৎস্না রাত সবুজ ঘাস
স্নিগ্ধ বাতাস বয়,
সর্ষে ফুলের গন্ধে আমি
মশগুল মাতোয়ারা হই।
আমি আর আসবো না এই
আমার ছোট্ট কুঠিরে,
সে জানত না তাই অপেক্ষায়
রাত ভোর ধরে।
চাঁদের আলো ডুবে
ক্লান্ত সারারাত হেঁটে,
আলোর সামিয়ানা তবু
তারা সকল মিট্ মিটে।
পথশেষে আলো-আঁধারি
উঠি মোর ছোট্ট কুঠিরে,
তখন ও অপেক্ষায় প্রিয়া
মনিন বদলে দ্বারে।