বেলফুলের মালা হাতে,
বেলা শেষে গোধুলির অন্তিম লগ‌নে,
এখনো এলেনা তুমি,
ভরসা নেই কি তোমার মনে?
চাঁদনী রাতের শপথ!
অশ্বত্থ তলে করেছি, হাত ধরে,
এত তাড়াতাড়ি ভুলে
কেমনে থাকো,অদুরের কুঠিরে।
বসন্তের কৃষ্ণছড়ার
লাল পুষ্পের ফাঁকে, রবি অস্ত চলে,
দিঘীর মরাল মরালী,
মাঠের কিষান, ফিরে মার কোলে।
কোথায় ফুলে প্রজাপতি?
চাঁপার বাসে, আধারে চারপাশ ঢাকা,
মালার পুঁতি গুলি ঝরে,
নয়ন জলে, বৃথা দাঁড়িয়ে থাকা।