চাষির ছেলে মাটির গন্ধে
করে ফসলের চাষ
কোঠায় নয় হাসি মুখে
কুঁড়েতে করে বাস।
সারা দিনে ঘাম ঝরিয়ে
কোদাল চালায় মাঠে,
নেতাদের চিন্তা নাই
কেমনে অন্ন আসে পাতে।
পূব আকাশে কালো মেঘ
বিদ্যুতের চমকানি,
যত সুনাম গৌরব শিখা,
পাই নেতা জানি।
প্রতিজ্ঞাবদ্ধ দেশের সকলের
অন্ন তুলতে মুখে,
তবুও আধার কুঠিরে অন্নহীন,
কেমনে থাকে দুখে।
যদি স্যালুট করতে হয়
করব চাষির ছেলেকে,
ধন্য করে দেশের মাটি
বুক ভরে যায় দেখে।