যুগ যুগ ধরে পশ্চিমে ঢলে
বৃদ্ধ হয়ে বলহারা,
সরু ক্ষীণ হয়ে আপন গতিতে
শ্যাওলায় সব ভরা।
কেউ বোঝেনা তাই, মোর কদর
বয়ে চলি অবহেলায়,
দিয়েছি উজাড় করে, দুই তীরে
পাট শস্য শ্যামলায়।
তোমাদের পূর্বপুরুষরা থাকতো
আনন্দে আমার পাশে,
তাদের চির স্মৃতি পায়ের ছাপ
এখনো মনে আসে।
দুই পাড়ের পলিতে পাবে আজও
তাদের সভ্যতা সংস্কৃতি,
আমায় দেখো, যেওনা দূরে
আমার এই মিনতি।
ছাতিম তলে বসে ভালো করে দেখো,
বারে বারে আমার দিকে,
হাতছানি দিই তাই, বাছা এসো
মুক্তা আছে আমার বুকে।