বেলাশেষে, দিঘীর পাশে,
দেবদারুর সারি,
স্নিগ্ধ বায়ে, সুবাস লয়ে,
মুগ্ধ হয়ে হেরি।
দিঘী ঘাটে, সময় কাটে,
গল্প করে দাদু,
শীতকালে, দিঘীর কোলে,
ছিল কত জাদু।
হাঁস- হাঁসা, খুঁজতে বাসা,
ছুটে চলে জলে,
বক ডাহুক, ঘষে মুখ,
শুকায় ডানা মেলে।
ধীবর ভায়া, লয়ে মায়া,
মৌরালা ঝাঁক ধরে,
পাড়ার বুড়ি, ধরে ঝুড়ি,
পদ্ম তুলে ভোরে।
চাঁদনী রাতে, মাঝ দিঘিতে,
চাঁদ দেখা যায় ঐ,
মিটমিটে, তারারা ছুটে,
সূয্যি মামা কই?