নিজেকে উজাড় করে
বিলিয়ে দিতে চাই সকলের মাঝে,
চাইনা রাজা হয়ে
শাসন করে রেশমের পোশাকে সেজে।
চাইনা যশ খ্যাতি
অট্টেলিকার মত সৌধ বালাখানা,
দুঃখীদের মাঝে
সেবা করে কাটাতে পারি জীবন খানা।
ফুটপাতের কিনারে
যখন অবহেলিত দরিদ্র শিশুদের দেখি,
বুক ফেটে যায়
হৃদয় ভরা ব্যথায় চলি,ছলছল আঁখি।
যুগ যুগ ধরে
বেঁচে রবো গরিব মানুষের মনে,
স্বার্থক হবেই
মানব জন্ম এই সুন্দর ভুবনে।