ফেরিঘাটের নৌকা আমি
এপার ওপার করি,
সাতসকালে যাত্রা শুরু
বিশ্রাম নিতে নাহি পারি ।
এপারের সঙ্গে ওপারের
এক বন্ধনে বাঁধি,
হায় কপাল! আমার বুকে
মাঝি ভাই কেমনে রাধি!
জোয়ারের ঢেউয়ে মাঝ
নদীতে করি টলমল্,
যাত্রী সকল ভয়ে ভীত
চোখ করে ছল্ ছল্।
যে যার মনে স্রষ্টারে
ডাকে, চেঁচামেচি করে,
কালো মেঘে আকাশে ছেয়ে
তীরের শাল নুয়ে ঝড়ে।
ওপারেতে পৌঁছেও
শান্তি নাই মোর,
রশি দিয়ে কষে বাঁধে
আমি যেন চোর।