কি রমেশ ভাই,
মাঠে কি করছো?
শুকনো মুখে কি
এতই বা ভাবছো?
কি বলবো ভাই,
চাষ করেছি কষ্ট করে
গাছ তেজি হয় না,
কেমনে ফসল ধরে।
সার কিনার মত
নেই আমার টাকা,
দেনার কথা বললে
মহাজনের কথা বাঁকা।
আগের বছরের আছে
অনেক টাকা দেনা,
সর্বদা চিন্তা হয়
রাত্রিতে ঘুম হয় না।
ধান বিক্রি করে দেনা
দেব ছিল আশা,
, কি বলি সুদখোরদের
মুখে বাজে ভাষা।
রমেশ ভাই চিন্তা নয়
আছে এক উপায়,
খুব কম খরচে
জৈব সার পাওয়া যায়।
নিশ্চিন্তে তুমি করতে
পারো এর ব্যবহার,
মাঠ ভরে যাবে
হবে ফসলের সমাহার।