গ্রীষ্মের দায়ে হেঁটে মড়ি
অনন্ত প্রান্তর ফাটা,
সূর্যের আলো জ্বলন্ত অগ্নি
, মাথায় জোটেনা ছাতা।
জলের তৃষ্ণায় গলা শুকনো
বন্ধ হয় আমার স্বর,
জলের খোঁজে ঘামে সিক্ত
পায়না কোন ঘর।
শুকনো সবুজ শির হেট করে,
কতই না করে লাজ,
পথের ধারে দুর্বা হলদে হয়ে
মৃত প্রায় আজ।
পায়ের তালু তাপে পুড়ে
বেরিয়ে যাই ঘামে জল,
চোখ বন্ধ শরীর দুর্বল
হারিয়ে যায় সব বল।
ওই যে মাঠের মাঝে
ছোট্ট ঘাসের কুঠি
ওই খানেতেই একটু জল
যাবে বুঝি ঝুটি।