রাতের আঁধারে বেলফুল গন্ধে
তোমার সন্ধানে পাতার রন্ধে রন্ধে।
সবুজ পল্লব গুলি ঢেকে রাখে বুঝি,
দাও না কেন দেখা আমায়? এত খুজি।
তরুলতা গুলো মাথা নেড়ে নেড়ে ডাকে,
তোমায় পাইনা খুঁজে ওই পাতার ফাঁকে।
রাতের লাখো লাখো ঋক সামিয়ানা করে,
কোথায় রেখেছে তোমায় গোপনে ধরে।
সিতাংশুর রশ্মি ডুব ডুব হয়,
হৃদয়ে আমার লাগে খুব ভয়।
আর বুঝি পাবনা তোমায় খুজে,
বিরহে কাঁদে মন রাতের মাঝে।