পড়তে ভালো লাগে না


সেখ মইদুল আলি


ভোর না হতে, বাগানেতে,
ডাকে বুলবুলি,
উঠে পরে, বিছানা ছেড়ে,
খোকন চোখ খুলি।
ঊষার আলো, ফুল ফুটালো,
মা করে বকাবকি,
ঘুমের ঘোরে, মনের ভিতরে,
ভাবি সকাল বাকি।
পাশের ঘরে, মধুর সুরে,
কলমা জপে দাদি,
পড়ব না, করি বায়না,
ভয় দেখায় মা যদি।
বন্ধু আমার, প্রিয় সবার,
খেলায় খুব পটু,
পড়ায় নাই মন, খেলতে বারণ,
লুকিয়ে খেলি একটু।
শিশির ভেজা, আঙিনা মাজা,
আসনে একা বসা,
বইয়ের পাতায়, বারে বারে তাকায়,
কি! কঠিন ভাষা।
ধরে বেঁধে, মাঝে মধ্যে,
হয় কি পড়াশোনা?
এত বুঝায়, নানা বাধায়,
পড়তে ভালো লাগেনা।