ছোটবেলায় স্কুল থেকে
বৃষ্টি ভেজা দিনগুলি,
আজও মনে পড়ে
যায় নাকো ভুলি।
হাডুডু করেড্যাঙ খেলা
নিয়ে মাঠে-ঘাটে,
ছুটির কথা মাকে বোঝায়
স্কুল না হয়ে যেতে।
শীতের সকালে বড়মার
আঙিনায় ধাসা খেলি,
ঘুমন্ত বনে বসন্তের হাওয়ায়
পল্লব সকল দুলি।
সকাল সকাল উঠে খেজুর
কোড়ায় পুকুর পাড়ে,
কাঁচা খেজুর মাটিতে পুঁতি
মধুর চেয়ে মিষ্টি করে।
সজনে শাক ভাজা ডাল,
ডাটা বেগুন পলতার পোস্ত,
আমশোল মোরলা চচ্চড়ি
খেতে থাকতাম ব্যস্ত।
কালবৈশাখীর ঝড়ে ভিজে
আম কুড়াতে বাগানে যায়,
এমন মধুর দিন গুলি
কেমনে ভুলি ভাই?