ছবি বলে কবি রে
যাও টুকু গভীরে
এত বেশি ভাসলে  
আগে দেখো ফাঁসলে।


        ২
টুলে বসে পোদ্দের
গোটা দুই খদ্দের
তবু বলে কালকে
বেচি দেবপাল কে।


       ৩
প্রজাপতি প্রজাপতি
নয় ভালো মতিগতি
দশ দিন গেলে মিশে
দাও কাঁটা গা ঘেঁষে।


        ৪
নৌকা চলে দোলনা ছলে
মাঝি ঘুমায় বালিশ কোলে
যাত্রী জেগে অপেক্ষাতে
কর্ম আশে ছুট বিলাতে
যাত্রী মাথায় জ্বললো আলো
মাঝি হওয়াই সবচেয়ে ভালো।


         ৫
মিথ্যে বলে মিথ্যেবাদী
মিথ্যে বলে সত্যবাদী
তর্কে মাতে কেমন বাদী?