শোন ওরে ভোম্বল
মাথাটা এদিক তোল
পড়িস কি রোজ রোজ
সারাদিন দোল দোল।


হলি এত বড় ছেলে
দাড়িতে পাকলো চুলে
ভারী 'বদ অভ্যাসে'
রাখ না শিকেয় তুলে।


বড় দাদু হবি কাল
তবু নাই কড়া চাল
ঘর কোনে জমে শুধু
আজেবাজে জঞ্জাল।


সময়ের অপচয়
বেশী করা ভালো নয়
মতি কিছু বুঝি না যে
বাপু মোর ভয় হয়।


জটিল অসুখ ভবে
দয়া কর ভৈরবে
তারা মায়ে পূজো দিয়ে
ছাড় বাবা ওইসবে।।


প্রিয় কবি সঞ্জয় কর্মকার এর প্রতি ভালবাসায় নিবেদন করলাম।