অসম্ভবকে সম্ভব করে
বিজয়রবকে কলরব করে
এগিয়েছিলে তুমি হে মহান
তপ্ত মাটির পরে
প্রীতি ভালবাসা গরিমার জোরে
বুকে আগামীর স্বপ্নের ভরে
ফাঁসির দড়িরে নিয়েছিলে গলে
মায়ের আঁচল করে।


ক্ষুধা বলে কোনো বস্তুও হয়
তব পিঠে তাহা জরুরি তো নয়
অনশন চলে টানা দুইমাস
তাইতো মহান তুমি
নিপীড়িত দেশে নির্ভীক সীতা
আত্মত্যাগের নাই ফোঁটা দ্বিধা
নীলকণ্ঠির আকণ্ঠ বুকে
ভরা মা মাতৃভূমি।


রক্তের দাগ আকাঙ্ক্ষা পিছে
শীর্ণ পাঁজর পলি মাটি নীচে
লক্ষ মায়ের কোল খালি হয়ে
মা যে স্বাধীন আজ
নাই মেটে ঘ্রাণ পাথরের গায়ে
নাই তব পথ বিংশের পায়ে
পাই যে আজকে বাতাসের বেগে
তব শূন্যতা আঁচ।।