কৃষক যারা দেশের সেরা বলা হচ্ছে মুখে,
কেউ দেখেনা পরিবার নিয়ে দিন যে কাটে দুখে।


দেশের মধ্যে অধিকাংশই বর্গাচাষীর বাস,
মহাজনের সাথে চুক্তি করে জমি করে চাষ।


প্রতি কেরে দু'হাজার টাকা, হয় তো আরো বেশি,
মহাজনকে টাকা দিয়েই তারা হয় যে বর্গাচাষী।


সন্তানের ন্যায় যত্ন করে রোপণ করে ধান,
হঠাৎ করে তাদের ফসল নষ্ট করে বান।


ফসলি জমির উর্বরতা কমে যাচ্ছে দিন দিন,
ফসল কেটে পাবে কি খরচ, ভাবছে প্রতিদিন।


উৎপাদন খরচ বাড়ছে বছরের পর বছর,
একই রকম মূল্যমানে ধান থাকছে গোলাঘর।


ধান বলছে আমায় খেয়ে রক্ষা করছ প্রাণ,
দাম বাড়িয়ে দিল না কেউ একটুও সম্মান।


পেঁয়াজ মামার দাম বেড়েছে অন্তত পাঁচগুণ।,
কৃষক মামা সন্তুষ্ট আছে খেয়ে পান আর চুন।


প্রতিমণে খরচ পরে পাঁচশত টাকার বেশি,
চিন্তায় চাষীর শুরু হয়ে যায়, বুকে ব্যাথার কাশি।


মালিককে কম টাকা দিতে কৃষক যখন যায়,
জমির মালিক মহাজন তা মানতে নাহি চায়।


কোথায় থেকে টাকা দিবা নয় তো আমি  জানি,
প্রাপ্য যাহা ষোলআনাই দিতে হবে আনি।


                     ---সমাপ্ত---
(রচনাকালঃ-৩১/১০/২০১৯)