সেদিন শান্ত ভোরে
একাকি  নির্জনে
বসে আছে একটি ঘুঘু পাখি
ক্ষেতের আলে একটি ডালে।
ঘুঘুর চোখে আমার চোখ পড়ে
আমার চোখে ঘুঘুর চোখ নড়ে।
আমি ভাবলাম, থাক- ও পথে না যাই
বেচারা বসে থাক তার মত করে।
সে আমাকে দেখছে সর্তক চোখে
একটু ভয়, একটু শংকা নিয়ে।
আমি অন্য পথে এগুলাম সন্তর্পনে
বেচারা ঘুঘু! পালায় ফুরৎ করে
মানুষ দেখে ভীষণ অবিশ্বাসে।