ঈশ্বরের সম্মুখে দাঁড়ায়ে এক পবিত্র আত্মা
নিষ্পাপ নিষ্কলংক নাজাতপ্রাপ্ত বান্দা
জীবনে সে করেছে পূণ্য অনেক
অনেক ভালো কাজ, অনেক সওয়াব।
পা ফেলেছে ধীরে, সন্তপর্ণে, সাবধানে
কোথাও এতটুকু ভুল হয় পাছে
যেমন চলে পথিক কাঁটা বিছানো পথে
আপনারে বাঁচায়ে,  চলেছে তেমন।
আজ এ প্রতিদান দিবসে সে পাবে
ঈশ্বরের দয়া, মহা পুরস্কার,  মহা সম্মান।


হঠাৎ,  এক পিঁপড়া আসে প্রভুর দরবারে
প্রভু হে, আমার কিছু আর্জি তোমার তরে।
আমার ঘর ভেঙেছে সে পদতলে পিস্ট করে
মরেছে মোর বাল বাচ্চা বড় নিষ্ঠুর যাঁতাকলে।


নাজাতপ্রাপ্ত বান্দা এবার থমকে দাঁড়ায়
প্রভু হে আমি ইচ্ছে করে করিনি তা
হয়ত পিঁপড়ের ঘর ভেঙেছি আনমনে।
আজ এ বিচার দিবসে বুঝিলাম প্রভু
কত পাপ ঘটেছে আনমনে, গোপনে
তোমার অশেষ দয়া ছাড়া তাই কে আছে
পূণ্যের জোরে পুলসিরাত পেরিয়ে বেহেশত মাড়াবে!