জানতে কী ভাই মন চায় তোমার ব্রাহ্মণবাড়িয়া কী করে নাম হলো তার?
রাজা লক্ষণ সেন ধর্মজ্ঞান হীন হিন্দুদের পূজা আর্চনার প্রয়োজনে
মহিশূরের কন্যা কুব্জ থেকে ৫টি ব্রাহ্মণ পরিবার এখানে আনে।
কেউ কেউ বলেন,”ওরা থাকত গায়ে পৈতা জড়াইয়া”।
ব্রাহ্মণের আস্তানা থেকে হতে পারে নাম ব্রাহ্মণবাড়িয়া।


ষোড়শ শতকে কাজী মাহমুদ শাহ ইসলাম প্রচারে তিতাস পাড়ে এলেন,
ইসলামে আনুগত্য হীন ব্রাহ্মণদের বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন;
“বাউন বাইরা”
“ব্রাহ্মণ বের হয়ে যাও”
তল্পি তল্পাসহ তারা গেল চলিয়া
আল্লাহর ওলীর জবান সত্য,
সেই থেকে নাম হলো ব্রাহ্মণবাড়িয়া।


কৈলাগড় থেকে ফরাসি শব্দ কসবা কে বল তা জানে না?
রেল স্টেশনের পশ্চিম পাশে ১৩৩৮ খ্রিস্টাব্দে আলাউদ্দিন হোসেন শাহের কৈলাগড় দূর্গের ধ্বংসাবশেষ তার নিশানা।


সিলেট বিজেতা হযরত শাহ জালালের অন্যতম সঙ্গী সিপাহসালার,
হিন্দু অধ্যুষিত ইসলামের বাতিকে জ্বালিয়ে রেখেছিলেন সৈয়দ নাসির উদ্দীন নাম তাঁর।
এখানে দীনের চেরাগ জ্বলে নিশীদিন ভর
সেই থেকে জনপদের নাম হল নাসিরনগর।


বিশাল সরোবরের বুকে জেগে উঠা ছোট ছোট চর
দূর থেকে মনে হত কালিদহ সায়রে বেঁধেছে কেউ আইল,
কালের পরিক্রমায় একসময় নাম হল তার সরাইল।


একসময় মেঘনার পূর্ব পাড়ের ক্রেতা বিক্রেতা যেতেন ভৈরব বাবুর হাটে
অতিরিক্ত করভারে অতিষ্ঠ হয়ে বসালেন হাট সোনারাম পুরের চিকচিক বালুকাময় মাঠে;
সরাইল পরগনার জমিদার কাশিম বাজারের মহারাজা আশুতোষ নাথ রায় উদ্যোক্তাদের ডেকে পাঠান,শোনালেন আশাব্যঞ্জক বাণী;
সেই থেকে মহারাজা আশুতোষ নাথ রায়ের সম্মানে আশুগঞ্জ, কয়জনা তা জানি?


মহারাজা বীর বিক্রম রাধা কিশোর মানিক্য বাহাদুর
বেশ কিছু আখড়া গড়ে ছিলেন কিছু দূর,নাতি দূর;
রাধামাধব,দুর্গাদেবী,মনিয়ন্দ,হাওড়া নদী পাড়ের আখড়া,
এত এত আখড়ার আধিক্যে নাম হল তার আখাউড়া।


কালিদাস সাগরের বুকে পলি জমে জেগে উঠে নবীন চর,
মানুষের প্রয়োজনে চরে গড়ে উঠে নতুন নতুন ঘর,
সংখ্যাধিক্যের মতানুসারে নবীন চরের ঘর থেকেই আজকের নবীনগর।


প্রমত্তা মেঘনার তীরে বাস করতেন জমিদার রূপলাল বাবুর বিশ্বস্ত রায়ত বাঞ্ছারাম দাস,
তার মাঝে জমিদার পেতেন সততা আনুগত্য, বিশ্বস্ততার সুর,
সেই থেকে জনপদের নাম হলো বাঞ্ছারামপুর।


সশস্ত্র যুদ্ধে প্রথম মুক্ত হল মুকন্দপুর,
বিজয়ের পতাকা প্রথম আসে পাহাড়পুর,
যুদ্ধের নয়মাস এ এলাকায় হয় খবরের পর নতুন খবর;
তাই জননেত্রী শেখ হাসিনা এর নাম দিলেন বিজয়নগর।


রচনাকাল: ২৮ জুন ২০২০ইং
খিলবাড়ির টেক, ভাটারা,ঢাকা।